
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। এবার আলোচনায় তার স্ত্রী সুনীতা আহুজা। ৩৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনের পর এক সাক্ষাৎকারে স্বামী গোবিন্দকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।
সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট ভাষায় বলেন,“খুব শিক্ষা হয়েছে। আগামী এক জন্ম কেন, সাত জন্মেও গোবিন্দকে স্বামী হিসেবে পেতে চাই না!”
তার দাবি, গোবিন্দ স্ত্রীকে সময় দেন না, বরং সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত থাকেন। “উনি তো বৌকে সময়ই দেন না! সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত,” — অভিযোগ করেন সুনীতা।
তিনি আরও বলেন, অভিনেতাদের জীবনে স্ত্রীদের স্থান অনেক সময় গৌণ হয়ে পড়ে। ছোটবেলায় বিয়ে হওয়ায় বিষয়টি তখন বুঝতে পারেননি, তবে এখন উপলব্ধি করেছেন—“নায়কের স্ত্রী হতে গেলে বুকের ভেতর পাথরচাপা দিয়ে থাকতে হয়।”
গত বছর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও পরে দু’জনের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। তবে সাম্প্রতিক মন্তব্যে আবারও বোঝা যাচ্ছে, সেই টানাপোড়েন এখনো কাটেনি।
তবে সুনীতা সাক্ষাৎকারে গোবিন্দের কিছু গুণের প্রশংসাও করেছেন— জানিয়ে দিয়েছেন, ভালো মানুষ হিসেবে তার প্রতি এখনো কিছুটা শ্রদ্ধা রয়েছে, কিন্তু দাম্পত্য সম্পর্ক আর ফিরে পাওয়া সম্ভব নয়।